Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কবরস্থান
কবরস্থান বা গোরস্থান হল একটি নির্দিষ্ট স্থান যেখানে মৃত ব্যক্তিকে দাফন করা হয় বা অন্য কোনোভাবে সমাধিস্থ করা হয়। এটি একটি সম্মানজনক সমাধিস্থল, যেখানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কবরের উপর কোনো প্রকার সৌন্দর্যবর্ধক রং বা চুন দেওয়া মাকরুহ এবং উঁচু কবর দেখলে তা সমতল করার নির্দেশ রয়েছে। 

কবরস্থানের উদ্দেশ্য ও গুরুত্ব
  • সম্মানজনক সমাধিস্থল: ইসলামে মৃতদেহকে যেখানে সেখানে ফেলে না রেখে সম্মান জনকভাবে মাটির নিচে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তা হিংহ্র পশু-পাখি বা পোকামাকড়ের খাদ্যে পরিণত না হয়। 

  • আধ্যাত্মিক তাৎপর্য: মৃতদের জন্য এটি একটি বারযাখী (অন্তবর্তীকালীন) জীবন, যেখানে কবরের শান্তি বা শাস্তি তাদের কর্মের উপর নির্ভর করে। 

কবরস্থান সম্পর্কিত ইসলামি নির্দেশিকা
  • কবর জিয়ারত: ইসলামে কবর জিয়ারত করা পুরুষ ও নারী উভয়ের জন্য অনুমোদিত, তবে এই সময় বেপর্দা হওয়া যাবে না। 

  • সৌন্দর্যবর্ধন: কবরে রং, চুন বা অন্য কোনো সৌন্দর্যবর্ধক উপাদান ব্যবহার করা মাকরুহ, অর্থাৎ অপছন্দনীয় কাজ। 

  • কবর সমতলকরণ: কোনো উঁচু কবর দেখলে তা সমতল করার নির্দেশ দেওয়া হয়েছে। 

কবরস্থান ব্যবস্থাপনা
  • রক্ষণাবেক্ষণ ও খরচ: অনেক কবরস্থান কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য তহবিল সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হয়। 

  • আইনগত দিক: মৃতদেহ দাফনের জন্য নির্দিষ্ট নিয়মকানুন এবং আইন অনুসরণ করতে হয়। 

প্রচলিত কিছু কবরস্থান 

  • ঢাকা শহরে আজিমপুর কবরস্থান, জুরাইন কবরস্থান, মুরাদপুর কবরস্থান এবং খিলগাঁও কবরস্থান উল্লেখযোগ্য।

=০৫ নং ফুলবাড়ীয়া ইউপিতে অবস্থিত কবরস্থান’র তালিকা=

ক্র: নং

কবরস্থানের নাম

অবস্থান

০১

কচুয়াদহ বাজার কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০২

বীজনগর কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৩

নওদাপাড়া কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৪

কৃষ্ণপুর কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৫

গেটপাড়া কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৬

কামিরহাট  কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৭

তিলকান্দ্রা  কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৮

ফুলবাড়ীয়া  কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৯

শিমুলিয়া কবরস্থান

ফুলবাড়ীয়া ইউনিয়ন