Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও

 

এনজিও (NGO) বা বেসরকারি সংস্থা হলো এমন অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা সরকার ও ব্যক্তি-পর্যায়ের বাইরে থেকে সামাজিক উন্নয়ন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন এবং পরিবেশগত সমস্যার সমাধানে কাজ করে। এগুলো সাধারণত সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থাকে, যদিও অনেক ক্ষেত্রে সরকারি অর্থায়নও পেয়ে থাকে। 

এনজিও'র মূল উদ্দেশ্য ও কাজ
  • সামাজিক উন্নয়ন:এনজিওগুলো সমাজ থেকে বিভিন্ন ধরনের সমস্যা যেমন দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার ইত্যাদি সমাধানে কাজ করে। 

  • আর্থ-সামাজিক ক্ষমতায়ন:এরা দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নেয়, যার মধ্যে থাকে দক্ষতা বৃদ্ধি এবং আয়মূলক কাজের সুযোগ তৈরি করা। 

  • স্বেচ্ছাসেবামূলক কাজ:এনজিওগুলো মূলত স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত, যারা সমাজের জন্য কাজ করতে আগ্রহী। 

এনজিও'র ধরণ ও কার্যক্রম
  • আন্তর্জাতিক ও স্থানীয় এনজিও:কিছু এনজিও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, আবার কিছু স্থানীয় বা জাতীয় পর্যায়ে নির্দিষ্ট এলাকার উন্নয়নে অবদান রাখে। ব্র্যাক একটি দেশীয় ও অন্যতম বৃহৎ এনজিও। 

  • প্রকল্প ভিত্তিক কাজ:এনজিওগুলো নির্দিষ্ট কিছু প্রকল্পে (যেমন: কৃষি, স্বাস্থ্য, শিক্ষা) কাজ করে থাকে। 

  • তথ্য সরবরাহ ও পর্যবেক্ষণ:অনেক এনজিও তথ্য অধিকার আইনের মতো সামাজিক নীতি ও আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন আইনের প্রয়োগ পর্যবেক্ষণ করা এবং জনগণের মাঝে সচেতনতা তৈরি করা। 

একটি এনজিও'র জন্য কাজ করা 

  • ক্যারিয়ার:এনজিওতে কাজ করা একটি বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং পেশা হতে পারে।
  • অভিজ্ঞতা অর্জন:আনুষ্ঠানিক ইন্টার্নশিপ ছাড়াও, কেউ চাইলে কিছু সময়ের জন্য বিনা বেতনে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং পরবর্তীতে সার্টিফিকেট পেতে পারে।
  • প্রতিষ্ঠানের তথ্য যাচাই:যেকোনো এনজিওতে যোগ দেওয়ার আগে ঐ প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং আর্থিক অবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি, যেমন BD Jobs ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।


=০৫ নং ফুলবাড়ীয়া ইউপিতে অবস্থিত এনজিও এর তালিকা=

ক্রমিক নং

নাম

অবস্থান

০১

ফুলবাড়ীয়া ব্র্যাক সমিতি

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০২

ফুলবাড়ীয়া আশা সমিতি

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৩

ফুলবাড়ীয়া দিশা সমিতি

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৪

ফুলবাড়ীয়া কৃষক সমিতি

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৫

ফুলবাড়ীয়া সিভিডিভি সমিতি

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৬

ফুলবাড়ীয়া গ্রামীন ব্যাংক

ফুলবাড়ীয়া ইউনিয়ন

০৭

ফুলবাড়ীয়া পিপাসা সমিতি

ফুলবাড়ীয়া ইউনিয়ন